এতদ্বারা ভূরুঙ্গামারী উপজেলা বিজিসিসি কমিটির সকল সদসগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 2014-2015 অর্থ বছরে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এর আওতায় বরাদ্দকৃত অর্থ দ্বারা প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে নিম্নোক্ত আলোচ্য বিষয়ে আলোচনার জন্য আগামী 29-12-2014খ্রিঃ তারিখ বেলা 11.00 ঘটিকার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।
আলোচ্য বিষয়ঃ
১। 2013-2014 অর্থ বছরে গৃহিত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আলোচনা।
২। ষ্টাফ অডিট বিষয়ে আলোচনা।
৩। 2014-2015 অর্থ ব্ছরে এলজিএসপি-২ এর বরাদ্দকৃত অর্থদ্বারা প্রকল্প গ্রহণ ও প্রাক্কলন নিয়ে আলোচন।
৫। বিবিধ।
স্বাক্ষরিত-
15-12-2014
(এ,জে, এম এরশাদ আহসান হাবিব)
উপজেলা নির্বাহী অফিসার
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস